ভেড়ামারায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন

উজ্জল হোসেন, ভেড়ামারা :
কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও অনলাইন জার্নালিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়াস্থ দৈনিক স্বাধীনতা পত্রিকার নিজস্ব কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক দেশতথ্য বাংলা’র সম্পাদক ও দৈনিক ইত্তেফাক’র সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল বারী।
দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন,
দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম। আলোচনায় অংশ নেন, দৈনিক স্বাধীনতা পত্রিকার নির্বাহী সম্পাদক নোমান জহির রাজা, হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার এর উপদেষ্টা ও পরিচালক দৈনিক আজকের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহীন আলম লিটন, দৈনিক স্বাধীনতার সহ-সম্পাদক উজ্জ্বল হোসেন, ব্যাবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় সাংবাদিক এবং সাংবাদিকতার বিভিন্ন দিক সুবিধা- অসুবিধা, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে নানা আলোচনা হয়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা পেশাকে গুরুত্ব দিয়ে দেশ এবং জাতির কল্যাণে একজন সাংবাদিককে যোগ্য হিসাবে গড়ে উঠে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার আহ্বান জানানো হয় কর্মশালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *