কম্বল পরিষ্কার করতে সতর্ক করুন,তার পর দান করুন
চিত্রটি দেখে নিন,কিভাবে জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারে। শীতের পোশাক কম্বল পরার আগে দুটি কাজ অবশ্যই করা উচিত। উপহার পেয়ে বা দোকান থেকে ক্রয় করে এনে অথাবা গত বছর পরিষ্কার করেছেন বলে বাক্স থেকে তা বের করে আবার পরে ফেলবেন না। চিত্রটি দেখে নিন কিভাবে জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারে।অধিকাংশই এগুলো পরিষ্কার না করে পরে ফেলেন কিংবা কম্বল গায়ে দিয়ে থাকেন। কিন্তু, যতই যত্ন করে রাখুন না কেন এতো ধুলো জমে যায়। বিশেষ করে শীতের পোশাকে ও কম্বলে দ্রুত ধূলা জমে। শীতের পোশাক ব্যবহারের আগে আরও যা করবেন-শীতের পোশাক ও কম্বল বাক্স থেকে বের করে রোদে দিন। রোদে দিলে জীবাণু দূর হয়ে যায়। তেমনই দোকান থেকে পোশাক ও কম্বল পরিস্কার করে আনার পর তা রোদে দিন। সারা শীত জুড়ে এমনভাবে শীতের পোশাক রোদে দিন। এতে জীবাণু যেমন দূর হবে তেমনই ধুলা জমবে না।