ফিরছেন বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে
অবশেষে ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দলে তাকে রাখা হয়েছে।
সবশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন বুমরা। চোটের কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপে ভারত দলের গুরুত্বপূর্ণ অংশ হবেন বুমরা। তাই বুমরার ফেরার খবরে রোহিত শর্মার দলেও স্বস্তি ফিরেছে।
অন্যদিকে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস আক্রমণেরও বড় অংশ বুমরা।
ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, বুমরাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমি পুরোপুরি ফিট বলে ঘোষণা করেছে। তিনি শিগগিরই ওয়ানডে স্কোয়াডে যোগ দিয়েছেন।