সৈন্যদের মোবাইল ফোনের ব্যবহারের কারন ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী করছে রাশিয়া
বছর শুরুর দিনে ইউক্রেনের যে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার ৮৯ জন সৈন্য নিহত হয়েছে, তা সৈন্যদের মোবাইল ফোনের ব্যবহারের ওপর নজরদারি করে চালানো হয়েছিল বলে রাশিয়া জানিয়েছে।
ইউক্রেনের দোনেৎস্ক এলাকার মাকিভকার একটি কলেজে থাকা সৈন্যদের ওপর পহেলা জানুয়ারি মধ্যরাতের কিছু পরে ওই ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।
রাশিয়ার সেনাবাহিনী বলছে, মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকার পরেও সৈন্যরা সেগুলো ব্যবহার করছিল। সেটা অনুসরণ করেই তাদের লক্ষ্যবস্তু করা হয়।
ওই হামলায় আসলে কতজন নিহত হয়েছে, তা যাচাই করা যায়নি। তবে এই যুদ্ধে হতাহতের যেসব সংখ্যা রাশিয়া এখন পর্যন্ত স্বীকার করেছে, তার মধ্যে এটাই সর্বোচ্চ ক্ষয়ক্ষতি।