কুষ্টিয়ায় টেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন

২৩ জানুয়ারি ২০২৩
কুষ্টিয়ার কবুরহাট -দোস্তপাড়া পুলপাড়া ব্রীজে মধুমতি নামক ট্রেনে কেটে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিটি আনুমানিক ৬০ বছর বয়সী।
সোমবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট দোস্তপাড়া এলাকা থেকে ট্রেনে কাটা এ মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা সকালের দিকে ট্রেনের নিচে কাটা পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

পোড়াদহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পোড়াদহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আরও বলেন, ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে স্থানীয়রা কেউ চিনতে পারছেনা।
এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *