১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের সংকট বাজারে,ট্রেজারিতে চালান বন্ধ
আজ ২৬ জানুয়ারি ২০২৩,
“স্ট্যাম্প”এই খাত থেকে ১৩ হাজার ৮৭৯ কোটি টাকা আদায়ের লক্ষ্য ঠিক করেছে চলতি অর্থবছরে সরকার। আর এদিকে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের সংকট কুষ্টিয়া জেলায়। চুক্তিপত্র করতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পাচ্ছেনা ক্রেতারা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বহির্ভূত কর হারাচ্ছে সরকার।