হরিপুর গড়াই নদীর নীচের চিত্র-
গড়াই নদীর তীরে,হরিপুর গ্রামের মাঝে মোদের বসবাস। বাড়ীর পাশে কবির বাড়ী,”গীতিকার কবি আজিজুর রহমানের অবহেলিত মাজার রয়েছে। উত্তররে পদ্মা-নদী। দক্ষিণ-পশ্চিমে গড়াই নদী অবস্থিত হাটশ হরিপুর বাজার ও ইউনিয়ন পরিষদের মাঝা-মাঝি বাড়ী। নদীর তীরে কাশ-বোনের দৃশ্য,আকাশের উড়ন্ত মেঘ,আর পাখির কলোরব,শুদ্ধ আবওহাওয়া। ঘরের সাথে সিম-লতা লাউ ঝোলছে গাছে।পরন্ত বিকালের সূয্য ডবা লালচি রঙের উজ্জ্বলতা রঙ। শহর না হলেও এখনও সমাজে মোদের বসবাস। বর্তমানে মাঘের শীত চলন্ত। বসন্তের আগেই নদীর মাঝে চড়তো নয়,ফুববল খেলার মাঠ।