কমলাপুর মাঠ থেকে ফাঁদে বন্দি মেছোবাঘটি উদ্ধার করে অবমুক্ত করা হলো
আজ ১১ ফেব্রুয়ারী ২০২৩,সাহাবদ্দিন মিলন।।
কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের পিয়ারপুর এলাকায় মুরগীর ফার্ম থেকে ফাঁদে বন্দি অবস্থায় একটি মেছো বাঘ উদ্ধার করে স্থানীয়রা,পরে রাতে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। প্রতিটি বন্যপ্রাণী প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে যা অনেক মানুষের অজান্তে,তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আসুন আমরা সকলে সচেতন হই প্রকৃত রক্ষায় এগিয়ে আসি কোথাও কোন বন্যপ্রাণী আটক অথবা বন্দি দেখলে তা উদ্ধার করে অবমুক্ত করার চেষ্টা করুন, অথবা আমাদেরকে সংবাদ দেন আমাদের টিম হাজির হয়ে যাব।
প্রকৃতি ধ্বংসকারী যত বড় শক্তিশালী হোক না কেন তার কোন ছাড় দেওয়া হবে না সাহাবদ্দিন মিলন।